ধর্মনগরের উন্নয়নের স্থপতি ছিলেন বিশ্ববন্ধু সেন : সাংসদ রাজীব
ধর্মনগর (ত্রিপুরা), ৬ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। গতবছরের ২৬ ডিসেম্বর তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছে
বিশ্ববন্ধু সেনকে শ্রদ্ধা


ধর্মনগর (ত্রিপুরা), ৬ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। গতবছরের ২৬ ডিসেম্বর তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার ধর্মনগরে প্রয়াত নেতার বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বিশ্ববন্ধু সেনকে ‘এক উজ্জ্বল নক্ষত্রের পতন’ হিসেবে উল্লেখ করে বলেন, “ধর্মনগর ছিল তাঁর প্রাণ। শহরের উন্নয়নে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আজ ধর্মনগরের এই অগ্রগতি তাঁর দূরদৃষ্টি ও নিষ্ঠারই ফল।”

রাজীব ভট্টাচার্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, বিশ্ববন্ধু সেনের আদর্শ, কর্মনিষ্ঠা ও মানবিকতা আগামী প্রজন্মের কাছে এক প্রেরণা হয়ে থাকবে।

শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা-সহ একাধিক রাজনৈতিক নেতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে পুরো ত্রিপুরা শোকাহত। সাধারণ মানুষ ও সহকর্মী নেতারা তাঁকে একজন নিষ্ঠাবান জনপ্রতিনিধি হিসেবে স্মরণ করছেন, যাঁর অবদান ধর্মনগরসহ রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande