
যশপুর, ৭ জানুয়ারি (হি.স.): ধান ক্রয় মরসুমে অবৈধ ধান পরিবহণের বিরুদ্ধে অভিযানে ছত্তিশগড়ের যশপুরের আরা ফাঁড়ি এলাকায় পুলিশ ঝাড়খণ্ড থেকে আনা দুটি ট্রাক আটক করে। ট্রাক দু’টি থেকে ৪০০ বস্তায় ভর্তি মোট ১৬০ কুইন্টাল ধান উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.৬৮ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে কেতার গ্রামের কাছে টহলদারির সময় ট্রাক দুটি আটক করা হয়। চালকরা ধান পরিবহণ সংক্রান্ত কোনও বৈধ নথি দেখাতে না পারায় ধান ও ট্রাকগুলি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার জানান, সীমান্তবর্তী রাজ্য থেকে অবৈধ ধান পরিবহণ রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য