
কোরবা, ৭ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড় সরকারের ‘শ্রী রাম লালা দর্শন যোজনা’-র আওতায় কোরবা থেকে ৩৫ জন তীর্থযাত্রী বুধবার অযোধ্যা ধামের উদ্দেশে রওনা দেন। কোরবা পৌর কর্পোরেশনের সাকেত ভবন থেকে সভাপতি আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করেন।
এই যোজনায় রাজ্যের নাগরিকদের প্রতি মাসে অযোধ্যা ধামে শ্রী রাম লালা দর্শন যোজনায় দর্শনের সুযোগ দেওয়া হচ্ছে এবং যাত্রার সম্পূর্ণ ব্যয় রাজ্য সরকার বহন করছে। তীর্থযাত্রীরা বাস যোগে বিলাসপুরের উসলাপুর রেলস্টেশনে পৌঁছে সেখান থেকে বিশেষ ট্রেনে অযোধ্যা ধামে যাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য