
গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা-সদস্য ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে দলের অসম প্রদেশ সভাপতি তথা দরং–ওদালগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ শইকিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যমে প্ৰেরিত এক শোকবার্তায় দিলীপ শইকিয়া বলেন, কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে একটি যুগের অবসান ঘটল। তিনি ছিলেন একজন প্রকৃত জনসেবক। পুরকায়স্থকে দেশ ও ভারতীয় জনতা পার্টির জন্য আত্মনিয়োগকারী এক নিবেদিত কর্মী হিসেবে অভিহিত করে শইকিয়া বলেন, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজ্যে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে আমাদের সকলের পথপ্রদর্শক, পরম শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণের সংবাদ বিজেপি পরিবারের সকলকে শোকাহত করেছে। কিছুদিন আগে পুরকায়স্থের বাসভবনে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার কথা স্মরণ করে সভাপতি দিলীপ শইকিয়া বলেন, দলীয় দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি।
একজন স্থিতপ্রজ্ঞ রাজনীতিবিদ ও জনতার সেবক হিসেবে পুরকায়স্থ অসমের রাজনীতিতে শুচিতাপূর্ণ রাজনীতি করা ব্যক্তিদের মধ্যে সম্মান অর্জন করেছিলেন। জাতীয়তাবাদী চেতনা যাঁর জীবনের মন্ত্র ছিল এবং জনসেবাই যাঁর সংকল্প ছিল, সেই অভিভাবকস্বরূপ পুরকায়স্থ আজ আর আমাদের মধ্যে নেই। তাঁর মৃত্যু আমাদের রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শইকিয়া আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পুরকায়স্থ দল ও দেশের প্রতি এক নিবেদিত মনোভাব নিয়ে কাজ করে গেছেন। তাঁর মন্ত্রিত্বকালে উত্তরপূর্ব ভারতে দূরসংযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দক্ষিণ অসমের বরাক উপত্যকায় দলীয় ভিত মজবুত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৯১ সালে বরাক উপত্যকায় বিজেপির সাফল্যের নেপথ্যে অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন কবীন্দ্র পুরকায়স্থ।
গত কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও আমরা যখনই তাঁর পরামর্শ চেয়েছি, তখনই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে তাঁর দিকনির্দেশনা পেয়েছি, যা আমাদের অনুপ্রাণিত করেছে। নিয়তির পরিহাস যে আজ তিনি আমাদের মধ্য থেকে শারীরিকভাবে বিদায় নিলেন। তাঁর পবিত্র আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস