
কুমারগঞ্জ, ৭ জানুয়ারি (হি. স.) : জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর পঞ্চায়েতের ককোটি (শাহাবাজপুর) গ্রামে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে এই ঘটনায় পাঁচজন সংখ্যালঘু বিজেপি সমর্থক গুরুতর আহত হয়েছেন। আহতদের অভিযোগ, বিজেপি করার কারণেই তাঁদের ওপর এই পরিকল্পিত রাজনৈতিক হামলা চালানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন বিজেপি কর্মী তথা বিএলএ-টু কাউসার আলী মোল্লা। তাঁর অভিযোগ, কিছুদিন আগে তাঁদের জমির গাছ জোর করে কেটে নিয়ে যায় অভিযুক্তরা। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় পুলিশ অভিযুক্তদের নোটিস পাঠায়। এরপরই মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে কাউসার আলীর পরিবারের ওপর চড়াও হয় হামলাকারীরা। হামলায় কাউসার আলী মোল্লা ছাড়াও মঞ্জুয়ারা বিবি, রফিকুল আলী মোল্লা এবং তাঁদের বাঁচাতে আসা ৮০ বছরের বৃদ্ধ রজ্জব আলী মোল্লা গুরুতর জখম হন। আহতদের প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চারজনকে বালুরঘাট জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
বুধবার বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষের দাবি করেন, হামলাকারীরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিজেপি করার অপরাধেই এই প্রাণঘাতী আক্রমণ। জেলা সভাপতি স্বরূপ চৌধুরী আহতদের পাশে জেলা হাসপাতালে উপস্থিত রয়েছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটি একটি সম্পূর্ণ পারিবারিক জমি বিবাদ। বিজেপি অহেতুক এর ওপর রাজনীতির রঙ চড়ানোর চেষ্টা করছে। কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি