শুক্রবার থেকে হাইলাকান্দিতে ‘অসমী ভোগালি মেলা’
হাইলাকান্দি (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের হাইলাকান্দি শাখার উদ্যোগে হাইলাকান্দিতে আগামী শুক্রবার থেকে তিন দিনব্যাপী ‘অসমী ভোগালী মেলা’ অনুষ্ঠিত হবে। হাইলাকান্দির সার্কিট হাউস রোডে অবস্থিত জীবিকা মিশনের ডিস্ট্রিক্ট ম
শুক্রবার থেকে হাইলাকান্দিতে ‘অসমী ভোগালি মেলা’


হাইলাকান্দি (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের হাইলাকান্দি শাখার উদ্যোগে হাইলাকান্দিতে আগামী শুক্রবার থেকে তিন দিনব্যাপী ‘অসমী ভোগালী মেলা’ অনুষ্ঠিত হবে।

হাইলাকান্দির সার্কিট হাউস রোডে অবস্থিত জীবিকা মিশনের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট-এর কার্যালয়ে‌ এই মেলার আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠী তাদের তৈরি সামগ্রীর বিপণি নিয়ে অংশগ্রহণ করবেন।

জেলা তথ্য ও জনসংযোগ দফতর থেকে এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা ১.০০টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরেরদিন শনিবার সকাল ১১টায় মহিলা ও আত্মসুরক্ষার ওপর কর্মশালা এবং বিকাল ৩.০০টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেষের দিন রবিবার বেলা ১.০০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande