সাইবার সন্ত্রাস মামলায় কাশ্মীর উপত্যকায় ২২টি স্থানে তল্লাশি চালাল সিআইকে
শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): সাইবার সন্ত্রাস সংক্রান্ত একটি মামলার তদন্তে বুধবার কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে জম্মু–কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা (সিআইকে)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো অনলাইন অ্যাকা
সাইবার সন্ত্রাস মামলায় কাশ্মীর উপত্যকায় ২২টি স্থানে তল্লাশি চালাল সিআইকে


শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): সাইবার সন্ত্রাস সংক্রান্ত একটি মামলার তদন্তে বুধবার কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে জম্মু–কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা (সিআইকে)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে সাইবার প্রতারণা ও সন্ত্রাসী তহবিল জোগানের অভিযোগে এই অভিযান চালানো হয়। তদন্তের অংশ হিসেবে উপত্যকার মোট ২২টি স্থানে তল্লাশি চালানো হয়েছে, যার মধ্যে শ্রীনগর শহরের ১৫টি এলাকা রয়েছে।

কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসবাদে অর্থ জোগান ও ডিজিটাল মাধ্যমে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত নেটওয়ার্ক চিহ্নিত করতেই এই অভিযান। ঘটনার সঙ্গে যুক্ত আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande