
কাটিহার, ৭ জানুয়ারি (হি.স.): তীব্র শৈত্যপ্রবাহের জেরে বিহারের কাটিহার জেলায় অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পঠনপাঠন আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ বুধবার জারি করেছেন জেলা শাসক। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশ অনুযায়ী, অষ্টম শ্রেণির ঊর্ধ্বে শ্রেণিগুলির শিক্ষা কর্মকাণ্ড সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে পরিচালিত হবে। পাশাপাশি, শিশুদের গরম খাবার দেওয়ার উদ্দেশ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে।
জেলা প্রশাসনের তরফে বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ অনুযায়ী শিক্ষাসূচি পুনর্নির্ধারণ করতে। তবে এই নির্দেশ শুধুমাত্র পঠনপাঠনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে; প্রশাসনিক কাজ স্বাভাবিকভাবেই চলবে। প্রি-বোর্ড ও বোর্ড পরীক্ষার জন্য নির্ধারিত বিশেষ ক্লাস ও পরীক্ষাগুলি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য