বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সতর্কতা, রবিবার পর্যন্ত রাজ্যে চলবে ঠান্ডার ব্যাটিং
কলকাতা, ৭ জানুয়ারি ( হি. স.)- আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের দাপট চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আপাতত জবুথুবু পরিস্থিতি বজায় থাকবে এবং দক্ষিণ ও উত্তর—দুই
হাবিবুর রহমান বিশ্বাস


কলকাতা, ৭ জানুয়ারি ( হি. স.)- আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের দাপট চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আপাতত জবুথুবু পরিস্থিতি বজায় থাকবে এবং দক্ষিণ ও উত্তর—দুই বঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গেল ডিজিটের ঘরে ঘোরাফেরা করবে। বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে আগামী কয়েক দিন অতি ঘন কুয়াশার সতর্কতা থাকবে। শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।দক্ষিণবঙ্গে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। এই সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ থেকে ৫ ডিগ্রি কম রয়েছে।এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। দিনভর কনকনে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande