নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে কড়া অভিযান, ৪.৬০ লক্ষ টাকা জরিমানা
বরেলি, ৭ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের বরেলি জেলায় নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন বিভাগ চারটি মামলায় মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে। বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে সংগৃহীত খাদ্য
নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে কড়া অভিযান, ৪.৬০ লক্ষ টাকা জরিমানা


বরেলি, ৭ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের বরেলি জেলায় নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন বিভাগ চারটি মামলায় মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে।

বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে সংগৃহীত খাদ্যনমুনা পরীক্ষায় কিশমিশ, ধনিয়া গুঁড়ো, ভোজ্য তেল ও পনির নিম্নমানের প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট উৎপাদক সংস্থাগুলির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সঙ্গে কোনও আপস করা হবে না। খাদ্যপণ্যের গুণমান রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande