
হাইলাকান্দি (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলায় ৬ হাজার মেট্রিক টন ধান ক্রয়ের জন্য সরকারি উদ্যোগ শুরু হয়েছে। আজ বুধবার হাইলাকান্দির জেলা কমিশনারের সভাকক্ষে প্রশাসনের উদ্যোগে আয়োজিত কৃষক সংগঠন এবং বিভিন্ন বিভাগের আধিকারিকদের এক সভায় জানানো হয়েছে, জেলার দুটি ধান সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে চলতি বছর মোট ৬ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
সরকারি পর্যায়ে ধান ক্রয় করার জন্য এ বছর মূল্য নির্ধারণ হয়েছে কুইন্টাল প্রতি ২,৫৬৯ টাকা। লালাবাজারের এফসিআই গোডাউনের মাধ্যমে চার হাজার মেট্রিক টন এবং বোয়ালিপার কেন্দ্র থেকে দুই হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
জেলা কমিশনার অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়েছে, ধান বিক্রয়ের জন্য কৃষকদের কৃষি বিভাগে রেজিস্ট্রেশন করতে হবে এবং ই-পস-এর মাধ্যমে তা পরীক্ষা করা হবে। এর পর সংশ্লিষ্ট সার্কল অফিস থেকে সার্টিফিকেট নিতে হবে। সভাপতির ভাষণে জেলা কমিশনার সার্কল অফিস থেকে সার্টিফিকেট যাতে দ্রুত কৃষকরা লাভ করতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস