
আরারিয়া, ৭ জানুয়ারি (হি.স.): বিহারের বাঁধাকপির বোঝাই পিকআপ ভ্যানের আড়ালে বিয়ার পাচারের চেষ্টা ব্যর্থ করে ৪৪ কার্টন ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁধাকপি এবং অন্যান্য সবুজ শাকসবজির সঙ্গে বাহাদুরগঞ্জ থেকে মুজাফফরপুরে পাচার করা হচ্ছিল এমনটাই গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে হারিয়াবাড়া টোল প্লাজার কাছে যানবাহন তল্লাশি চালানো হয়। সেই সময় একটি পিকআপ ভ্যান পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। তল্লাশিতে সামনে বাঁধাকপি ভর্তি বস্তার নিচে লুকানো অবস্থায় ৪৪ কার্টন বিয়ার উদ্ধার হয়। প্রতিটি কার্টনে ২৪টি করে ক্যান থাকায় মোট ১,০৫৬ ক্যান বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে।
গ্রেফতার অভিযুক্তের নাম মোহাম্মদ জাহির আলম (২৪), মুজাফফরপুর জেলার বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। পিকআপ ভ্যানটিও বাজেয়াপ্ত করা হয়েছে। মামলা রুজু করে অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য