দূষিত জলে ইন্দোরে মৃতের সংখ্যা বেড়ে ১৮, ভেন্টিলেশনে ৩
ইন্দোর, ৭ জানুয়ারি (হি.স.): দূষিত জলের জন্য মধ্যপ্রদেশের ইন্দোরে ভাগীরথপুরা এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ১৮-তে পৌঁছেছে। আরও এক প্রবীণ মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতার নাম হরকুভার ঘুরাইয়া (৮০), কুলকার্নি ভট্টার বাসিন্দা। বর্তমানে ১৬ জন আই
দূষিত জলে ইন্দোরে মৃতের সংখ্যা বেড়ে ১৮, ভেন্টিলেশনে ৩


ইন্দোর, ৭ জানুয়ারি (হি.স.): দূষিত জলের জন্য মধ্যপ্রদেশের ইন্দোরে ভাগীরথপুরা এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ১৮-তে পৌঁছেছে। আরও এক প্রবীণ মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতার নাম

হরকুভার ঘুরাইয়া (৮০), কুলকার্নি ভট্টার বাসিন্দা। বর্তমানে ১৬ জন আইসিইউ-তে ভর্তি, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং ভেন্টিলেশনে রাখা হয়েছে।

বুধবার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩০ ডিসেম্বর থেকে ওই প্রবীণার বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। একাধিকবার চিকিৎসা নেওয়ার পরও অবস্থার অবনতি হলে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, দূষিত জলই মৃত্যুর কারণ, যদিও বিষয়টি তদন্তাধীন।

ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নলকূপের জল ব্যবহার বন্ধ করে বোতলজাত ও আর-ও জল ব্যবহার করছেন বাসিন্দারা ও দোকানদাররা। এদিকে প্রশাসন ও স্বাস্থ্য দফতরের দল আইসিএমআর-এর বিশেষ কিটের মাধ্যমে বাড়ি বাড়ি সমীক্ষা চালাচ্ছে। জল পরীক্ষার নমুনাও সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে পানীয় জলের লাইনে নিকাশির জল মিশে যাওয়ার আশঙ্কা করা হলেও চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande