
ইন্দোর, ৭ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোর শহরের ভাগীরথপুরা এলাকায় দূষিত জলে জলজনিত অসুস্থতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৮। বুধবার প্রশাসনের ক্ষতিপূরণ তালিকায় আরও দু’জনের নাম যুক্ত হওয়ায় এই সংখ্যা বেড়েছে।
প্রশাসনের তৈরি ক্ষতিপূরণ তালিকায় যুক্ত হয়েছে রামকলি জগদীশ ও শ্রবণ নথু খুপরাও-এর নাম। তবে উচ্চ আদালতে দাখিল করা রাজ্য সরকারের স্ট্যাটাস রিপোর্টে মাত্র চারটি মৃত্যুর উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে ১৮টি পরিবারের হাতে ইতিমধ্যেই দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
প্রশাসনের দাবি, দূষিত জলের কারণে নিশ্চিতভাবে ছ’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধরা হয়েছে। তবে যেসব মৃত্যুর ক্ষেত্রে উপসর্গ ও পরিস্থিতি মিলছে, সেগুলিও যাচাই করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। বর্তমানে ১৬ জন আইসিইউ-তে ভর্তি রয়েছেন।
ইন্দোরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক জানান, বর্তমানে মোট ৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত্যু ও ক্ষতিপূরণ সংক্রান্ত সংখ্যাগত বিভ্রান্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডা. মোহন যাদব বলেন, “আমাদের কাছে একটি প্রাণও গুরুত্বপূর্ণ। সংখ্যার হিসেব নয়, মানবিক দিকটাই মুখ্য।”
এদিকে বুধবার ইন্দোরের জেলাশাসক ও পুরনিগম কমিশনার ভাগীরথপুরা এলাকার বিভিন্ন বস্তি ও কলোনি পরিদর্শন করেন। নিকাশি ব্যবস্থা ও নর্মদা জল সরবরাহ লাইনের লিকেজ সংস্কারের কাজ খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন তাঁরা।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, নর্মদা পাইপলাইনের ভালভ খুলে পরীক্ষামূলকভাবে জল সরবরাহ শুরু হয়েছে। তবে এলাকাবাসীকে আপাতত ওই জল ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে ট্যাঙ্কারের মাধ্যমেই পানীয় জল সরবরাহ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য