
শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): শ্রীনগরের বারজুল্লা এলাকার বুলবুলবাগে মঙ্গলবার রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে বুধবার প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে দমকল ও জরুরি পরিষেবা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে সহযোগিতা করেন। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা জানানো হলেও, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য