
মালদা, ৭ জানুয়ারি ( হি. স.) : অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের উদ্যোগে বুধবার ওল্ড মালদা বিধানসভার অন্তর্গত মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সেন্দিয়া মাঠে অনুষ্ঠিত হলো নমঃশূদ্র ও মতুয়া ধর্মীয় মিলন মেলা উৎসব। মালদা জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।এই মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের সভাপতি রঞ্জিত সরকার, মালদা জেলার কনভেনার সৌগত সরকার, জেলা কমিটির সদস্য সৌমিত্র সরকার, ধনঞ্জয় সরকার সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের নেতৃত্ব। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হওয়া এই মেলায় মতুয়া ধর্মের আদর্শ, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।অনুষ্ঠানে বক্তারা মতুয়া সম্প্রদায়ের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তাও দেওয়া হয়।মেলায় আগত সকল ভক্তদের জন্য দুপুরে খিচুড়ি প্রসাদের বিশেষ আয়োজন করা হয়। সারাদিন ধরে সেন্দিয়া মাঠে উৎসবমুখর পরিবেশ বজায় থাকে। শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খলভাবে এই ধর্মীয় মিলন মেলা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়