কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল
গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : বর্ষীয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এক শোকবার্তায় কেন্দ্রীয় মন্ত্রী সনোয়াল বলেন, ‘অসমের ভারতীয় জনতা পার্টির একজন প্
প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থকে শ্রদ্ধাঞ্জলি


গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : বর্ষীয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

এক শোকবার্তায় কেন্দ্রীয় মন্ত্রী সনোয়াল বলেন, ‘অসমের ভারতীয় জনতা পার্টির একজন প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। বিজেপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে তিনি নিঃস্বার্থ সেবার মাধ্যমে তৃণমূল স্তর থেকেই দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার জন্য সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন।’

‘তাঁর বর্ণাঢ্য জীবনপরিক্রমা ছিল দেশ ও দলের প্রতি অটল দায়বদ্ধতা এবং আত্মনিবেদনের উজ্জ্বল দৃষ্টান্ত। আমার মতো হাজার হাজার কার্যকর্তার কাছে তাঁর অনবদ্য কর্মযজ্ঞ ও আদর্শ চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যু আমার ব্যক্তিগত জীবনেও এক অপূরণীয় ক্ষতি। কারণ তাঁর নিষ্ঠা ও দিকনির্দেশনায় তিনি আমার কাছে পিতৃতুল্য ছিলেন।’

সর্বানন্দ লিখেছেন, ‘তাঁর প্রয়াণে অসমের রাজনৈতিক পরিমণ্ডলে এমন এক শূন্যতার সৃষ্টি হয়েছে, যা পূরণ করা অত্যন্ত কঠিন হবে। এই শোকের মুহূর্তে তাঁর শোকসন্তপ্ত পুত্র তথা রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ, পরিবারবর্গ এবং অগণিত গুণমুগ্ধের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি। ওঁ শান্তি!’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande