
কলকাতা, ৭ জানুয়ারি ( হি. স.) : চাকরির দাবিতে ফের উত্তাল হল তিলোত্তমা। দীর্ঘ ১১ বছরের বঞ্চনা ও কর্মহীনতার প্রতিবাদে বুধবার কয়েকশো আপার প্রাইমারি চাকরিপ্রার্থী রাজপথে নেমে প্রতীকী নবান্ন অভিযান করেন। নিয়োগের দাবিতে তাঁদের এই আন্দোলন ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় শহরের বিভিন্ন প্রান্তে।এদিন বেলা ১২টা নাগাদ শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা ওয়াই চ্যানেলের দিকে এগিয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, এক দশকেরও বেশি সময় ধরে তারা নিয়োগের আশায় দিন গুনছেন, অথচ এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। প্রশাসনের শীর্ষস্তরে নিজেদের যন্ত্রণার কথা পৌঁছে দিতেই এই প্রতীকী নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।আন্দোলনের তীব্রতা বাড়াতে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে কয়েকজন চাকরিপ্রার্থী রাস্তায় হামাগুড়ি দিয়েও প্রতিবাদ জানান। এর ফলে কিছুক্ষণের জন্য ধর্মতলার মতো ব্যস্ত এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ এবং অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করা হয়।আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল তিনটে নাগাদ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নবান্নে গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর দফতরে চাকরির দাবিতে ডেপুটেশন জমা দেবেন। তাঁদের একটাই দাবি—অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়