
মালদা, ৭ জানুয়ারি ( হি. স.) : মূলস্রোতের জীবনযাপন থেকে দীর্ঘদিন ধরে ব্রাত্য হয়ে থাকা রূপান্তরকামী মহিলাদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিল জেলা প্রশাসন। বুধবার জেলাশাসক নীতিন সিংঘানিয়ার উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে রূপান্তরকামী সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন রূপান্তরকামী মহিলা উপস্থিত ছিলেন।এদিনের বৈঠকে মূলত এসআইআর সংক্রান্ত জটিলতা, পুনর্বাসন, পরিচয়পত্র, সামাজিক সুরক্ষা এবং জীবিকাজনিত নানা সমস্যার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত রূপান্তরকামীরা জেলাশাসকের কাছে তাঁদের দৈনন্দিন জীবনের একাধিক অভাব-অভিযোগ ও দাবিপত্র তুলে ধরেন। প্রশাসনের কাছে দীর্ঘদিনের বঞ্চনা ও সামাজিক অসুবিধার কথা সরাসরি জানানোর সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।বৈঠক শেষে জেলাশাসক নীতিন সিংঘানিয়া বলেন, রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষেরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এদিন তাঁদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনা হয়েছে এবং পেশ করা দাবিগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রূপান্তরকামী সম্প্রদায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়