
কলকাতা, ৭ জানুয়ারি (হি. স. ) : “বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে দায়িত্ব সহকারে ধ্বংস করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি!” বুধবার রাতে এক্সবার্তায় এই দাবি করল রাজ্য বিজেপি।
ওই বার্তায় লেখা হয়েছে, “আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসকদের ব্যাপক আন্দোলনের যে আগুন জ্বলে উঠেছিল, আজ সেই আগুন পৌঁছেছে একেবারে নিচে। সরকারি স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড ‘আশা’ কর্মীরা আজ রাস্তায়। বহুদিন ধরে বেতন বৃদ্ধির ন্যায্য দাবিতে তারা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসেছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্বাস্থ্য দফতর কার্যত সিল করে দিতে হয়েছে।
এটাই মমতার কুশাসনের আসল চেহারা। চিকিৎসকরা হতাশ। আশা কর্মীরা বঞ্চিত। রোগীরা অবহেলিত। সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতাল আজ আর ভরসার জায়গা নয়।
২০২৬ সালে মমতার বিসর্জন নিশ্চিত করতে না পারলে, এই ধ্বংসের পথ থেকে আর ঘুরে দাঁড়াতে পারবে না পশ্চিমবঙ্গ। এই রাজ্য চায় মর্যাদা আর জবাবদিহি।চায় সচল স্বাস্থ্যব্যবস্থা, ক্ষমতার নেশায় ডুবে থাকা রাজনৈতিক ঔদ্ধত্য নয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত