নিয়োগ প্রক্রিয়া সততার সঙ্গে পরিচালিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : যোগী আদিত্যনাথ
লখনউ, ৭ জানুয়ারি (হি.স.): চাকরি প্রার্থীদের স্বার্থে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। চাকরি প্রার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে উত্তর প্রদেশ সরকার সহকারী অধ্যাপক পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান
যোগী আদিত্যনাথ


লখনউ, ৭ জানুয়ারি (হি.স.): চাকরি প্রার্থীদের স্বার্থে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। চাকরি প্রার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে উত্তর প্রদেশ সরকার সহকারী অধ্যাপক পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সরকার এটা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে, সমস্ত নিয়োগ এবং নিযুক্তি প্রক্রিয়া স্বাধীন, সুষ্ঠু, স্বচ্ছ এবং সততার সঙ্গে পরিচালিত হয়। যারা তরুণদের ভবিষ্যত নিয়ে খেলা করে তাদের ছাড় দেওয়া হবে না। উত্তর প্রদেশ এডুকেশন সার্ভিস সিলেকশন কমিশনের উচিত যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষাটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande