
আজমের, ৭ জানুয়ারি (হি.স.): রাজস্থানের আজমের জেলায় জয়পুরের জাতীয় সড়কে বুধবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। কিষাণগড় থানার অন্তর্গত এলাকার বাদগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পাটন এলাকার একটি সোলার প্ল্যান্টের কর্মীদের বহনকারী বাস উল্টে গিয়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, পাটন এলাকার একটি সোলার প্ল্যান্টে নাইট শিফট শেষ করে কর্মীদের নিয়ে বাসটি বাড়ি ফিরছিল। বাদগাঁও মোড়ে বাসটি ইউ-টার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রেলার বাসটিকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। টোল প্লাজার কর্মী ও স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহতদের চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার পর বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ট্রেলার চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য