
কলকাতা, ৭ জানুয়ারি (হি. স.) :
আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙা বস্তি এলাকার পাশে সন্ধে সাড়ে ৬টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে। লেলিহান শিখায় বেশকিছু ঘর ঝলসে গেছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের ৬টি ইঞ্জিন। কাছেই আবর্জনার স্তূপ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলছে ওই স্থান।
এদিন এলাকা থেকে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। মাসখানেক আগেই আগুন লেগেছিল আনন্দপুরের গুলশন কলোনিতে । শহরের অন্যতম ঘন জনবসতিপূর্ণ এলাকা আনন্দপুরের গুলশন কলোনি। সেবার বাড়ির নীচের তলায় রঙের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। দোতলা থেকে কোনওমতে বাসিন্দাদের নামিয়ে আনা হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি