
শিলিগুড়ি, ৭ জানুয়ারি (হি.স.): শিলিগুড়ির রাঙ্গাপানি রেলওয়ে লেভেল ক্রসিংয়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দার্জিলিং সাংসদ রাজু বিস্ত বুধবার এখানে একটি রোড ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রোড ওভারব্রিজেরনির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মাটিগাড়া এবং চাটাহাট রাজ্য সড়কের সাথে সংযোগকারী এই রেলওয়ে লেভেল ক্রসিং বছরের পর বছর ধরে জনসাধারণের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ট্রেন চলাচলের পথে প্রায়শই দীর্ঘ যানজটের সৃষ্টি হত। । রোগী এবং গর্ভবতী মহিলাদের বহনকারী অ্যাম্বুলেন্সগুলি প্রায়শই ঘন্টার পর ঘন্টা আটকে থাকত। এনজিপি রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির কারণে, দিনের বেশিরভাগ সময় লেভেল ক্রসিংটি বন্ধ থাকে, যার ফলে জনসাধারণের জন্য অসুবিধার সৃষ্টি হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দুই বিজেপি বিধায়ক এবং কাটিহার ডিভিশনের ডিআরএমও উপস্থিত ছিলেন। তথ্য অনুযায়ী, এই রোড ওভারব্রিজ এক কিলোমিটার লম্বা হবে, যার প্রতিটি পাশে ৪৫০ মিটার এবং মাঝখানে ১০০ মিটার অংশ থাকবে। উভয় পাশে সার্ভিস রোডও তৈরি করা হবে।
ডিআরএম জানিয়েছেন যে প্রকল্পটি আগামী দেড় বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি