
বিকানেরে, ৭ জানুয়ারি (হি.স.): রাজস্থানের বিকানেরে বুধবার প্রসাদ থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে ২.৩০ কুইন্টাল মাদক (ডোডা-পোস্ত )এবং অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ১৯ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এদিন পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত ছিল। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক (ডোডা-পোস্ত ) ও নগদ অর্থ উদ্ধার করে। উদ্ধার হওয়া অর্থ মাদক বিক্রি এবং নতুন মাল কেনার জন্য রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ধৃত অভিযুক্ত রতিরাম ওরফে রতিয়া জাটের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তিনি মূলত লুঙ্কারানসারের শুভলাই গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে শহরে থেকে অবৈধ মাদক ব্যবসা চালাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার তদন্ত গঙ্গাশহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তের সঙ্গে জড়িত নেটওয়ার্ক ও সরবরাহ চক্রের বিষয়ে তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য