শীতের ভোরে উত্তরকাশীর এক গ্রামে আগুনের তাণ্ডব, গৃহহীন তিন পরিবার
উত্তরকাশী, ৭ জানুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার মোরি উন্নয়ন খণ্ডের গুরাডি গ্রামে বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে মারা গেছে ১৪টি গবাদি পশু। জেলা জরুরি পরিচালনা কেন্দ্র সূত্রে জা
আগুনের তাণ্ডব


উত্তরকাশী, ৭ জানুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার মোরি উন্নয়ন খণ্ডের গুরাডি গ্রামে বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে মারা গেছে ১৪টি গবাদি পশু।

জেলা জরুরি পরিচালনা কেন্দ্র সূত্রে জানা গেছে, ভোর প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে রাজস্ব দফতর, দমকল বাহিনী, এসডিআরএফ, পুলিশ, পশুচিকিৎসা দফতর ও অ্যাম্বুলেন্স পরিষেবার দল ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সকাল প্রায় ৭টা ৩৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে ততক্ষণে তিনটি পরিবারের ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

রাজস্ব প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সরকারি এক আধিকারিক জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তাৎক্ষণিক ত্রাণ হিসেবে রাজস্ব দফতরের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুটি কম্বল, একটি ত্রিপল ও ৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande