বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস, উত্তরে কুয়াশার সতর্কতা
কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের পাশাপাশি কলকাতা-সহ বেশির ভাগ জেলায় ভোরের দিকে কুয়াশা থাকবে। শৈত্যপ্রবাহ এবং ‘শীতল দিন’-এর পরিস্থিতি থাকবে কিছু জেলায়। তবে সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। হাওয়া অফিস
আবহাওয়া


কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের পাশাপাশি কলকাতা-সহ বেশির ভাগ জেলায় ভোরের দিকে কুয়াশা থাকবে। শৈত্যপ্রবাহ এবং ‘শীতল দিন’-এর পরিস্থিতি থাকবে কিছু জেলায়। তবে সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।

বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্তও শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের আরও ছয় জেলায় ‘শীতল দিন’ থাকতে পারে বলেও জানানো হয়েছে। এই জেলাগুলি হল হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাই কুয়াশাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে আট জেলায়, দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারে। বুধবার ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা থাকবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande