বিরাটের এলবিডব্লু আম্পায়ারের সিদ্ধান্তে হতবাক কোচ দ্রাবিড়, সোশ্যাল সাইটে বিতর্ক তুঙ্গে
মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স) : শুক্রবার ওয়াংখেড়েতে টেস্টের প্রথম দিন থেকেই বিতর্ক তুঙ্গে| ফিল্ড আম্পায়
বিরাটের এলবিডব্লু আম্পায়ারের সিদ্ধান্তে হতবাক কোচ দ্রাবিড়, সোশ্যাল সাইটে বিতর্ক তুঙ্গে


মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স) : শুক্রবার ওয়াংখেড়েতে টেস্টের প্রথম দিন থেকেই বিতর্ক তুঙ্গে| ফিল্ড আম্পায়ার থেকে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত দেখে হতবাক কোচ দ্রাবিড় থেকে বিরাট কোহলি। সোশ্যাল সাইট জুড়ে আম্পায়ারিং নিয়ে নিন্দার ঝড়।

টি-২০ বিশ্বকাপের পর বেশ কয়েকদিন ক্রিকেটের বাইশগজ থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি। ছুটি কাটিয়ে ওয়াংখেড়েতেই ভারতীয় দলে ফিরেছেন তিনি। রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে প্রথমবার মাঠে নেমেছেন ভারত অধিনায়ক। সকলের চোখ রয়েছে বিরাট-দ্রাবিড় জুটির দিকেই।

এদিন ওয়াংখেড়েতে বিরাটের সাফল্য আকাশছোঁয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচেও বিরাটের লক্ষ্য ছিল বড় রানের। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে রানের খাতাই খুলতে পারেননি তিনি। ০ রানে সাজঘরে ফিরতে হয় বিরাট কোহলিকে। আর সেই আউটের সিদ্ধান্তকে ঘিরেই সোশ্যাল সাইট থেকে প্রাক্তনদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ডাগআউটে বসে থাকা রাহুল দ্রাবিড়ও হতবাক।

আজাজ পটেলের বলে এলবিডব্লুর আপিলে সারা দিয়ে ফিল্ডি আম্পায়ার অনিল চৌধুরী আউটের সিদ্ধান্ত দেন। আর সেখানেই বিরাটের আপত্তি। তিনি জানান, প্যাডে লাগার আগেই বল ব্যাটে লেগে গিয়েছিল। বিরাটও সঙ্গে সঙ্গে ডিআরএস নেন। সেখানে বারবার সেই ভিডিও দেখেন থার্ড আম্পায়ার বীরেন্দর শর্মা। যেখানে বেশীরভাগ সময়ই দেখা যায় বল সত্যিই আগে ব্যাটে লাগছে তারপর প্যাডে। তবে স্নিকোতে খানিকটা কনফিউশন হচ্ছিল। দীর্ঘক্ষণ দেখার পরই থার্ড আম্পায়ারও আউটের সিদ্ধান্তই দেন। আর তাতেই ক্ষুব্ধ বিরাট কোহলি। ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর রাহুল দ্রাবিড়ের সঙ্গে নিজেও সেই ভিডিও বারবার দেখেন।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande