কাশীপুর-বরানগর গণহত্যার ৫০ বছর, তদন্ত কমিশনের রিপোর্ট অবিলম্বে প্রকাশের দাবি
কলকাতা, ১৩ আগস্ট (হি স)। কাশীপুর-বরানগরের কুখ্যাত গণহত্যার তদন্ত কমিশনের রিপোর্ট অবিলম্বে রাজ্য সরক
কাশীপুর-বরানগর গণহত্যার


কলকাতা, ১৩ আগস্ট (হি স)। কাশীপুর-বরানগরের কুখ্যাত গণহত্যার তদন্ত কমিশনের রিপোর্ট অবিলম্বে রাজ্য সরকারকে প্রকাশ করতে হবে। এই গণহত্যার ৫০ বছর পালন অনুষ্ঠানে এই দাবি উঠেছে।

সিপিঅাই (এম-এল) লিবারেশন, পশ্চিমবঙ্গ-র রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার এক বিবৃতিতে জানিয়েছেন, “শুক্রবার সিঁথির মোড়ে এক আবেগপূর্ণ কর্মসূচী পালিত হয়। ১৯৭১ সালের ১২-১৩ আগস্ট সারা রাত তৎকালীন শাসক দল কংগ্রেসের নেতৃত্বে পুলিশের যৌথবাহিনী ঠান্ডা মাথায় শতাধিক যুবককে নৃশংস ভাবে হত্যা করেছিল। পরবর্তীতে নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও কী বামফ্রন্ট সরকার, কী তৃণমূল সরকার কেউই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি।

৭০' দশকে তরুণ প্রজন্মের সমাজ বদলের স্বপ্নস্পর্ধাকে নির্মম সন্ত্রাসে স্তব্ধ করে দিতে পরিকল্পিতভাবে সংগঠিত হয়েছিল গণহত্যা। ওই গণহত্যায় নিহতদের লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল বরানগরে গঙ্গার ধারে অবস্থিত প্রামানিক ঘাট ও শিলাঘাটে। আজকের কর্মসূচীর প্রথমেই শহীদদের স্মৃতিতে ঐ ঘাটগুলিতে অবস্থিত শহীদ বেদী এবং সিঁথির মোড়ে অবস্থিত শহীদ বেদীতে মাল্যদান করা হয়।

অবিলম্বে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের দাবির সাথে দেশজুড়ে বিজেপি সরকারের দমন আইন ইউএপিএ, এনএসএ প্রভৃতি আইন দিয়ে বিরোধীদের কন্ঠস্বরকে স্তব্ধ করার দমন মূলক আইন বাতিলের দাবিতে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য পার্থ ঘোষ, কার্তিক পাল, সিপিআই (এম-এল) এন.ডি-র সুশান্ত ঝা, পিডিএস নেতা সমীর পুতুতন্ডু, শ্রমিক নেতা কুশল দেবনাথ, রেড স্টারের রাজু সিং, মহিলা নেত্রী বর্নালী মুখার্জি, বাসুদেব বসু, নবেন্দু দাসগুপ্ত, মহিলা নেত্রী ইন্দ্রাণী দত্ত, শোভনা নাথ, নাট্যকার দেবাশীষ চক্রবর্তী, ছাত্র নেতা নীলাশীষ বসু প্রমুখ। গণসংগীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ ও অগ্নিবীণার শিল্পীবৃন্দ।

আজকের কর্মসূচী থেকে আওয়াজ ওঠে, “বাংলার বুকে আর কোনো গণহত্যা নয়, গণহত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।” সভা পরিচালনা করেন কেন্দ্রীয় ও রাজ্য কমিটির সদস্য জয়তু দেশমুখ।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande