'মানুষের জন্য ক্ষতিকর' তকমা দিয়ে আটকে রাখা হল জকোভিচকে
মেলবোর্ন, ১৫ জানুয়ারি (হি. স.) : অস্ট্রেলিয়ায় আরও জটিল হচ্ছে নোভাক জকোভিচের জীবন। এবার তাঁকে সাধারণ
'মানুষের জন্য ক্ষতিকর' তকমা দিয়ে আটকে রাখা হল জকোভিচকে


মেলবোর্ন, ১৫ জানুয়ারি (হি. স.) : অস্ট্রেলিয়ায় আরও জটিল হচ্ছে নোভাক জকোভিচের জীবন। এবার তাঁকে সাধারণ মানুষের জন্য ‘ক্ষতিকর’ তকমা দিয়ে আটকে রাখা হল। শনিবার ফের তাঁকে ডিটেনশনে রাখার সিদ্ধান্ত নিল অজি প্রশাসন।

জকোভিচের টিকাকরণ না হওয়া সত্ত্বেও বিশেষ ছাড় দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। তাঁকে গ্র্যান্ড স্লামে খেলতে দেওয়ার সিদ্ধান্ত পছন্দ হয়নি অস্ট্রেলিয়ার। তাই ফের বাতিল করে দেওয়া হয় বিশ্বের এক নম্বর টেনিস তারকার ভিসা। স্বাস্থ্য এবং শৃঙ্খলার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানায় অজি প্রশাসন। তারপর থেকেই তাঁকে অস্ট্রেলিয়া থেকে বের করার চেষ্টা চলছে। কিন্তু তা এখনও সম্ভব না হওয়ার জন্য ফের ডিটেনশনে রাখা হল।

জানা যাচ্ছে, মেলবোর্নে যেখানে তাঁকে রাখা হয়েছে, সেই ঠিকানা গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। যাঁরা বিনা অনুমতিতে কোনও দেশে প্রবেশ করেন, সেই অভিযুক্তদের মতো শনিবার রাতটা ডিটেনশনে কাটাতে হবে সার্বিয়ান তারকাকে।তবে হাত গুটিয়ে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না জোকারও। তিনি ফের এ নিয়ে ফেডারেল কোর্টের দ্বারস্থ হয়েছেন। রবিবার যে মামলার শুনানি রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন শুরুর মাত্র দু’দিন আগে যেভাবে আইনি জটিলতার মধ্যে পড়লেন জকোভিচ, তা বিশ্ব টেনিসের জন্য একেবারেই ভাল পোস্টার নয়।–হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande