ডিমা হাসাও জেলায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের শতবর্ষ পূর্তি উদযাপনের প্রস্তুতি
হাফলং (অসম) ২৭ নভেম্বর (হি. স.) : সর্ব ভারতীয় স্তরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলন একশো বছর পূর্ণ ক
ডিমা হাসাও জেলায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের শতবর্ষ পূর্তি উদযাপনের প্রস্তুতি


হাফলং (অসম) ২৭ নভেম্বর (হি. স.) : সর্ব ভারতীয় স্তরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলন একশো বছর পূর্ণ করেছে। আর এই শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশ তথা রাজ্য স্তরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলন শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন করছে। সর্বভারতীয় স্তরে আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বর তিনদিন ব্যাপী সর্বভারতীয় স্তরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলন কলকাতা রাজার হাট নিউটাউন নিবেদিতা ইউনিভার্সিটিতে সংগঠনির শতবর্ষ পূর্তি উদযাপন করবে।

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলন হচ্ছে একটি সর্বভারতীয় সংগঠন। সারা দেশ জুরেই নিখিল বঙ্গ সাহিত্য সন্মেলনের বিভিন্ন রাজ্য শাখা সংগঠন রয়েছে। আর এই শতবর্ষ পূর্তি উপলক্ষে সংগঠনটির বিভিন্ন রাজ্য ও শাখা বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে শতবর্ষ পূর্তি উদযাপন করছে। অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের সদর শহর হাফলঙে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলন শতবর্ষ পূর্তি উদযাপনের জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আগামী ৪ ডিসেম্বর হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলন হাফলং শাখা বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে দিনব্যাপী শতবর্ষ পূর্তি উদযাপন করবে। এই শতবর্ষ পূর্তি উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরাক উপত্যকার বিশিষ্ট গবেষক লোক সংস্কৃতিবিদ তথা অধ্যাপক ড০ অমলেন্দু ভট্টাচার্য। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের শতবর্ষ পূর্তি উপলক্ষে নিখিল বঙ্গ সাহিত্য সন্মেলনের মুখপাত্র নিসর্গ -র উন্মোচন করা হবে তাছাড়া স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লামডিংয়ের সঙ্গীত শিল্পী অহেলি দাস সঙ্গীত পরিবেশন করবেন বলে জানিয়েছেন শাখা সচিব রজত কান্তি নাথ। তাছাড়া এই শতবর্ষ পূর্তি উদযাপনের দিনই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের হাফলং শাখার পক্ষ থেকে হাফলং মিউজিক কলেজে বাংলা ভাষার শিক্ষার জন্য একটি শ্রেণী কক্ষের উদ্বোধন করা হবে। এতে বাংলা ভাষার পাঠদান করানো হবে ছাত্রছাত্রীদের। বাংলা ভাষা শিক্ষার এই শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ট গবেষক লোক সংস্কৃতিবিদ তথা অধ্যাপক ড. অমলেন্দু ভট্টাচার্য, নিরুপম হাফলং।

হিন্দুস্থান সমাচার / বিপ্লব


 rajesh pande