আরব আমিরশাহির টি-২০ লিগে এবার ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেলেন শাহরুখ
আবুধাবি, ১২ মে (হি.স.) : এবার নাইট রাইডার্স আরব আমিরশাহিতেও।আগামী বছর থেকে আমিরশাহিতে শুরু হচ্ছে টি-
আরব আমিরশাহির টি-২০ লিগে এবার ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেলেন শাহরুখ


আবুধাবি, ১২ মে (হি.স.) : এবার নাইট রাইডার্স আরব আমিরশাহিতেও।আগামী বছর থেকে আমিরশাহিতে শুরু হচ্ছে টি-২০ প্রতিযোগিতা। সেখানে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করল নাইট রাইডার্স। আবু ধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেল কেকেআর। দলের নাম দেওয়া হয়েছে আবু ধাবি নাইট রাইডার্স।

আগেই আমিরশাহির ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আইপিএলের তিনটে ফ্র্যাঞ্চাইজি দল নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খানের সঙ্গে চুক্তি হয়েছে আরব আমিরশাহির টি-২০ লিগের চেয়ারম্যান খালিদ আল জারুনির।

শাহরুখ খান বলেন, 'আমরা নাইট রাইডার্স গোষ্ঠীকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাই। আমিরশাহিতে টি-২০ ক্রিকেটের সম্ভাবনা যথেষ্ট ভাল। ওখানকার লিগের অংশ হতে পেরে আমরা উত্তেজিত। সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী।'

২০১৫ সাল থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছে ত্রিনবাগো নাইট রাইডার্স। আমেরিকার মেজর ক্রিকেট লিগে খেলার কথাও ঘোষণা করেছেন শাহরুখ খান। সেখানে লস অ্যাঞ্জেলেস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবে কেকেআর। তাই সেই অর্থে নাইট রাইডার্সের চতুর্থ ফ্র্যাঞ্চাইজি হবে আবু ধাবি নাইট রাইডার্স।

হিন্দুস্থান সমাচার / সঞ্জয় / কাকলি


 rajesh pande