বিজেপি-র মিছিলে 'জেলবন্দি' পার্থ চট্টোপাধ্যায়, প্রতীকী গ্রেফতারি নিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ
কলকাতা, ২৮ মে (হি. স.) : বিজেপির মিছিল ঘিরে যাদবপুরে ধুন্ধুমার। পশ্চিমবঙ্গে বেকারত্ব থেকে এসএসসি-তে
বিজেপি-র মিছিলে 'জেলবন্দি' পার্থ চট্টোপাধ্যায়, প্রতীকী গ্রেফতারি নিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ


কলকাতা, ২৮ মে (হি. স.) : বিজেপির মিছিল ঘিরে যাদবপুরে ধুন্ধুমার। পশ্চিমবঙ্গে বেকারত্ব থেকে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে সেলিমপুর থেকে মিছিল শুরু করে বিজেপি। কিন্তু বিজেপির অভিযোগ পুলিশ তাদের মিছিল আটকায়। যাদবপুর থানার সামনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিজেপি কর্মীদের।

সূত্রের খবর, সংঘর্ষে মাথা ফাটে একজন পুলিশ কর্মীর। যাদবপুর থানার ওসি-ও আক্রান্ত হন বলেই অভিযোগ। পাল্টা বিজেপি সমর্থকরা তাদের ওপর আক্রমণের অভিযোগ তোলেন। এরপরই যাদবপুর থানার সামনে পথ অবরোধ করে বিজেপি। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় গেরুয়া শিবিরের সমর্থকরা। ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকে রাস্তা।

'চোর ধরো, জেল ভরো' স্লোগান তুলে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ পড়ে প্রতীকী জেলে বসে পড়েন এক বিজেপি সমর্থক। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করার প্রতীকী ছবি তুলে ধরে বিজেপি মিছিল শুরু হতেই পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা তৈরি হয়। গেরুয়া শিবিরের কর্মীদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে তাদের ট্যাবলো ভেঙে দেওয়া হয়। যাদবপুর থানার সামনে এসে যা কার্যত খণ্ডযুদ্ধে পরিণত হয়। বিজেপির মিছিলে তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবির পাশাপাশি রাজ্যের চাকরির অবস্থা নিয়েও অভিযোগ তোলা হয়। মিছিলে বিতর্কিত পার্থ চট্টোপাধ্যায়কে জেলবন্দি দেখানোর ট্যাবলোর পাশাপাশি মুড়ি-চপ নিয়েও হাজির ছিলেন বিজেপি সমর্থকরা।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande