টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৩ কোটি টাকা
দুবাই, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন টি-২০ বিশ্বকাপে পুরস্কার মূল্য ঘোষণা করা হল। আগামী ১৬ অক্টোবর থ
টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৩ কোটি টাকা


দুবাই, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন টি-২০ বিশ্বকাপে পুরস্কার মূল্য ঘোষণা করা হল। আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ১৬টি দেশকে নিয়ে শুরু হচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপ। গ্রুপের খেলা শেষে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার ১২ পর্বের খেলা। এবারের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে মিলবে ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা। রানার্স হওয়া দেশ পুরস্কার মূল্য হিসেবে পাবে ৬ কোটি ৫২ লক্ষ টাকা।

টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে খেলবে আটটি দেশ। গ্রুপ এ-তে আছে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, নামিবিয়া, শ্রীলঙ্কা, ইউএই। গ্রুপ বি-তে আছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ১২ পর্বে উঠবে।

সুপার ১২-পর্বে গ্রুপ ওয়ানে আছে আয়োজক অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং যোগ্যতা নির্ণয়ক পর্ব থেকে উঠে আসা দুটি দেশ। অন্যদিকে, গ্রুপ টু-তে আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং যোগ্যতা নির্ণয়ক পর্ব থেকে উঠে আসা দুটি দেশ। ভারতের প্রথম ম্যাচ মেলবোর্নে ২৩ অক্টোবর, পাকিস্তানের বিরুদ্ধে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় / কাকলি


 rajesh pande