প্রথম টি–২০ ম্যাচে জয়ের জন্য ভারতকে ১৭৭ রান লক্ষ্য দিল নিউজিল্যান্ড
রাঁচি, ২৭ জানুয়ারি (হি.স.) : শুক্রবার টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের
প্রথম টি–২০ ম্যাচে জয়ের জন্য ভারতকে ১৭৭ রান লক্ষ্য দিল নিউজিল্যান্ড


রাঁচি, ২৭ জানুয়ারি (হি.স.) : শুক্রবার টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৬ রান তুলল সফরকারী দল। অর্থা‍ৎ জয় পেতে হলে ২০ ওভারে ১৭৭ রান তুলতে হবে হার্দিক পাণ্ড্যর ছেলেদের। প্রতিবেদন প্রকাশের সময়ে সাত ওভারে ৩৯ রান তুলেছে টিম ইন্ডিয়া। সাজঘরে ফিরে গিয়েছেন ঈশান কিষাণ, শুভমন গিল ও রাহুল ত্রিপাঠী।

রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে এদিন টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। একদিনের সিরিজে গোহারার ধাক্কা কাটিয়ে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। মাত্র চার ওভার এক বলে ৪৩ রান তোলেন দুই ওপেনার। কিন্তু বিপজ্জনক হয়ে ওঠার আগে অ্যালেনকে (২৩ বলে ৩৫ রান) ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। ওভারের শেষ বলে মার্ক চ্যাপমানকে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান। এর পরে গ্লেন ফিল্লিপসকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কনওয়ে। তৃতীয় উইকেটের জুটিতে ৬০ রান যোগ করেন দুজনে। ব্যক্তিগত ১৭ রানের মাথায় ফিল্লিপসকে ফেরান কুলদীপ যাদব।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন কনওয়ে ও ড্যারিল মিচেল। অর্ধশতরান করার পরে অর্শদীপ সিংহের বলে দীপক হুডার হাতে ক্যাচ তুলে আউট হন কিউই ওপেনার (৩৫ বলে ৫২ রান)। দলের স্কোর বোর্ডে এক রান যোগ হওয়ার পরে ঈশান কিষাণের দুর্দান্ত থ্রো’তে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মাইকেল ব্রেসওয়েল। এর পরে মিচেল সান্তনারের সঙ্গে জুটি বাঁধেন ড্যারিল মিচেল। ভারতীয় বোলারদের আক্রমণ শানানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু দ্রুত ফিরে যান সান্তনার। ব্যক্তিগত সাত রানের মাথায় শিভম মাভির বলে রাহুল ত্রিপাঠীর হাতে ক্যাচ তুলে দেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন মিচেল। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৭৬ রান। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর চার ওভার বল করে ২২ রানে দুই উইকেট নিয়েছেন।-হিন্দুস্থান সমাচার / কাকলি




 

 rajesh pande