কর্মীদের স্বেচ্ছা অবসরের প্রস্তাব জানাল বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া
নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : বেসরকারি খাতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া নন-ফ্লাইং অপারেশন কর
কর্মীদের স্বেচ্ছা অবসরের প্রস্তাব জানাল বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া


নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : বেসরকারি খাতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া নন-ফ্লাইং অপারেশন কর্মীদের জন্য স্বেচ্ছাসেবী অবসর স্কিম (ভিআরএস)প্রস্তাব এনেছে। গত বছরের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণের পর টাটা গ্রুপের এই ধরনের দ্বিতীয় অফার। এজন্য এয়ারলাইন্সের কর্মীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

শুক্রবার অফিসিয়াল সূত্র জানিয়েছে, এয়ার ইন্ডিয়া তার নন-ফ্লাইং অপারেশন কর্মীদের ভিআরএস অফার করেছে। এজন্য ১৭ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এই অফারটি স্থায়ী সাধারণ ক্যাডার অফিসারদের জন্য যাদের বয়স ৪০ বছর বা তার বেশি এবং তারা এয়ারলাইনে ন্যূনতম পাঁচ বছরের একটানা পরিষেবার মেয়াদ শেষ করেছেন। এছাড়াও, ক্লার্ক বা অ-দক্ষ শ্রেনীর কর্মচারী যারা ন্যূনতম ৫ বছর একটানা চাকরি সম্পন্ন করেছেন তারাও যোগ্য।

তথ্য অনুসারে, এয়ার ইন্ডিয়ার প্রায় ২,১০০ কর্মী এই স্বেচ্ছাসেবী অবসর অফার স্কিমের জন্য যোগ্য। ৩১ মার্চের মধ্যে ভিআরএস-এর জন্য আবেদন করা যোগ্য কর্মীরা এক্স-গ্রেশিয়ার পরিমাণ ছাড়াও এক লাখ টাকা পাবেন।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়




 

 rajesh pande