একদিনের ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ১৮৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
মুম্বই, ১৭ মার্চ (হি.স.) : মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় বোলারদের দাপট। মাত্র ১৮৮
একদিনের ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ১৮৮ রানে অলআউট অস্ট্রেলিয়া


মুম্বই, ১৭ মার্চ (হি.স.) : মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় বোলারদের দাপট। মাত্র ১৮৮ রানে অলআউট অস্ট্রেলিয়া । জয় পেতে ভারতকে তুলতে হবে ১৮৯ রান ।

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতল ভারত। অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ট্রেভিস হেডকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মিচেল মার্শ । মাত্র ৫ রানে সিরাজের বলে বোল্ড হয়ে যান অজি ওপেনার হেড। তবে অপর ওপেনার মিচেল মার্শ আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৬৫ বলে ৮১ রান করেন। মারেন ১০টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট ১২৪.৬২। এরপরে ২২ রান করে সেট হওয়ার পর আউট হয়ে যান স্টিভ স্মিথ। জন ইঙ্গলিস ২৬ এবং ক্যামেরন গ্রিন করেন ১২ রান। ব্যাট হাতে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল (৮) এবং মার্কাস স্টয়নিস (৫)।

ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফর্ম করেন মহম্মদ শামি। সিরাজ এবং শামি নেন ৩টি করে উইকেট। রবীন্দ্র জাডেজা নেন ২টি উইকেট। পান্ডিয়া এবং কুলদীপ যাদব নেন ১টি করে উইকেট।

প্রসঙ্গত, এদিন টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসে জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমরা বোলিং নিতে চাই। দ্বিতীয় ইনিংসে শিশির ম্যাচে প্রভাব ফেলতে পারে। তাই তখন ব্যাটিং করাটাই শ্রেয়। অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন, ‘টসে হেরে খুব বেশি ক্ষতি হয়নি। প্রথমে ব্যাটিং পেয়ে আমরা খুশি। অ্যালেক্স ক্যারে অসুস্থ থাকার দরুন দেশে ফিরে গিয়েছেন।’

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়




 

 rajesh pande