হাওড়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করালেন স্মৃতি ইরানি
নয়াদিল্লি, ১ এপ্রিল(হি.স.) : হাওড়ায় রাম নবমীর মিছিলে হিংসাার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
স্মৃতি ইরানি


নয়াদিল্লি, ১ এপ্রিল(হি.স.) : হাওড়ায় রাম নবমীর মিছিলে হিংসাার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করেছেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। মিছিলে যারা পাথর ছুঁড়েছিল তাদের ক্লিনচিট দেওয়ার অভিযোগ করেছেন ইরানি।

ইরানি বলেন, হাওড়ায় রাম নবমীর মিছিলে পাথর ছোড়া হয়েছিল। যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, ন্যায়বিচার না করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিন চিট দিয়েছিলেন। ইরানি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটি প্রথম ঘটনা নয়। এর আগে ২০২২ সালে, লক্ষ্মী পুজোর সময় দলিতদের উপর হামলা করা হয়েছিল। এই ঘটনায়ও নীরব ছিলেন মমতা।

উল্লেখ্য, হাওড়ায় রাম নবমীতে দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। মিছিল চলাকালীন, দাঙ্গাকারীরা সরকারী ও বেসরকারি সম্পত্তি লক্ষ্য করে কয়েকটি গাড়িতে আগুন দেয়। পশ্চিমবঙ্গ সরকার এই ঘটনায় সিআইডি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় / কাকলি




 

 rajesh pande