পাটনা স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধৃত অভিযুক্ত, প্রেমিকের সঙ্গে স্ত্রী পালানোয় ফোন করেছিল রাগের মাথায়
পাটনা, ৩০ মে (হি.স.) : ফোন করে পাটনা স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এক ব্যক্তি। যার জেরে তড়িঘড়
Patna


পাটনা, ৩০ মে (হি.স.) : ফোন করে পাটনা স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এক ব্যক্তি। যার জেরে তড়িঘড়ি স্টেশন জুড়ে তল্লাশি শুরু করে রেল পুলিশ। ঘটনাটি বিহারের পাটনা জংশন রেল স্টেশনের।অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সোমবার রাতে আরপিএফকে ফোন করে বোমা মেরে পাটনা স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

বিষয়টির গুরুত্ব বুঝে সোমবার রাতের দিকে গোটা স্টেশন জুড়ে শুরু হয় তল্লাশি। পরে সেই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম-রাজেশ কুমার রঞ্জন। এসপি (রেল) অমৃতেন্দু শেখর ঠাকুর বলেছেন, সোমবার রাতে পাটনা জংশন রেলস্টেশনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। যে ফোন করেছিল তার নাম- রাজেশ কুমার রঞ্জন, তাকে গ্রেফতার করা হয়েছে এবং স্টেশনে তল্লাশি চলছে। রাজেশের স্ত্রী তাঁর প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল যার কারণে সে রাগের মাথায় হুমকিমূলক ফোন করেছিল। আরও তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande