পাথারকান্দি (অসম), ১ অক্টোবর (হি.স.) : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়্যাল ৩২ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ মঙ্গলবার টাইব্রেকারে জয়ী হয়েছে দুল্লভছড়া একাদশ।
পাথারকান্দির মুণ্ডমালা খেলার মাঠে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে তারা আজ টুর্নামেন্টের ৩-২ গোলে হারিয়েছে ঝেরঝেরি একাদশকে। ম্যাচের নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। অবশেষে টাইব্রেকারে ৩-২ গোলে জয় হাসিল করে দুল্লভছড়া একাদশ।
আজকের ম্যাচে রেফারি ও সহযোগী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন আব্দুল আহাদ পাখি, আলি আহমেদ, মনোতোষ সিনহা ও সোনা সিনহা। আগামীকাল কোনও ম্যাচ নেই। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে নালিবাড়ি এফসি খেলবে কচুবাড়ি এফসির বিরুদ্ধে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস