কলকাতা, ১ অক্টোবর (হি.স.) : ভিয়েতনামে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলবে ভারত। ত্রিদেশীয় এই টুর্নামেন্টে ভারত প্রথম খেলবে ৯ অক্টোবর ভিয়েতনামের সঙ্গে এবং ১২ অক্টোবর লেবাননের সঙ্গে। মঙ্গলবার ত্রিদেশীয় এই টুর্নামেন্টের জন্য ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা হয়েছে।ভিয়েতনামে যাওয়ার আগে এখান থেকেই ২৩ জনকে বেছে নেওয়া হবে।
গোলকিপার হিসেবে নাম রয়েছে : গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং বিশাল কাইথ।
ডিফেন্ডার হিসেবে নাম রয়েছে : নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেসানা সিং, আনোয়ার আলি, আকাশ সাংওয়ান, শুভাশিস বোস, আশিষ রাই , মেহতাব সিং এবং রোশন সিং নাওরেম।
মিড ফিল্ডার হিসেবে নাম রয়েছে : সুরেশ সিং ওয়ানজাম, লালরিনলিয়ানা নামতে, জিকসন সিং, নন্দকুমার সেকার, ব্র্যান্ডন ফার্নান্দেজ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, লালিয়ানজুয়ালা ছাংতে এবং লালেংমাওইয়ার
ফরওয়ার্ড হিসেবে নাম রয়েছেন : এডমুন্ড লারিন্ডিকা, মনবীর সিং, ফারুক চৌধুরী, বিক্রম প্রতাপ সিং এবং রহিম আলি
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি