জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা, সামলেছেন একাধিক গুরুদায়িত্ব
টোকিও, ১ অক্টোবর (হি.স.): জাপানের নতুন তথা ১০২-তম প্রধানমন্ত্রী হচ্ছেন সেই দেশের প্রবীণ আইনপ্রণেতা ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সম্প্রতি তাঁকে নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে। আর মঙ্গ
জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা, সামলেছেন একাধিক গুরু দায়িত্ব


টোকিও, ১ অক্টোবর (হি.স.): জাপানের নতুন তথা ১০২-তম প্রধানমন্ত্রী হচ্ছেন সেই দেশের প্রবীণ আইনপ্রণেতা ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সম্প্রতি তাঁকে নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে। আর মঙ্গলবার তাতে সিলমোহর পড়েছে। এলডিপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় এই দলের নেতা হিসেবে যিনি নির্বাচিত হন, তিনিই হন দেশের প্রধানমন্ত্রী।

ইশিবা রান-অফ (দ্বিতীয় দফা) ভোটে ৬৭ বছর বয়সী কট্টর জাতীয়তাবাদী সানায়ে তাকাইচিকে পরাজিত করে জয় পান। প্রায় ৯ জন প্রার্থী ছিলেন এলডিপির শীর্ষ নেতা হওয়ার দৌড়ে। কয়েক দশকের মধ্যে রেকর্ড প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় এই নির্বাচনকে সবচেয়ে অনিশ্চিত এক নির্বাচন বলে গণ্য করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande