নেত্রকোণায় পুজোর অঞ্জলি দিতে যাওয়ার সময়ে নৌকা উল্টে মৃত দুই
ঢাকা, ১১ অক্টোবর (হি.স.): অষ্টমীতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর অঞ্জলি দিতে যাওয়ার সময়ে নৌকা উল্টে মৃত্যু হল ২ যাত্রীর। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোণা জেলার কলমাকান্দায়। শুক্রবার সকালে নেত্রকোণার হরিণধরা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সঞ
নেত্রকোণায় পুজোর অঞ্জলি দিতে যাওয়ার সময়ে নৌকা উল্টে মৃত দুই


ঢাকা, ১১ অক্টোবর (হি.স.): অষ্টমীতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর অঞ্জলি দিতে যাওয়ার সময়ে নৌকা উল্টে মৃত্যু হল ২ যাত্রীর। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোণা জেলার কলমাকান্দায়।

শুক্রবার সকালে নেত্রকোণার হরিণধরা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সঞ্জয় তালুকদারের মেয়ে তালুকদার (১৮) এবং অমিত তালুকদার (৮)। মৃত দুজন সম্পর্কে পিসি-ভাইপো। ঋতু তালুকদার স্নাতক এবং অমিত তালুকদার তৃতীয় শ্রেণির পড়ুয়া ছিলেন।

সূত্রের খবর, বাড়ির পাশের একটি পুজো মণ্ডপে একই পরিবারের অঞ্জলি দেওয়ার জন্য একই পরিবারের ছজন একটি নৌকা করে বের হন। বাড়ির পিছনে একটি খাল ছিল। সেই খাল পেরোনোর সময়ই দুর্ঘটনাটি ঘটে। নৌকা ডুবে গেলে ৬ জনের মধ্যে চারজন সাঁতার কেটে খালের পারে এসে উঠলেও ঋতু তালুকদার এবং অমিত তালুকদার ডুবে যান। বেশ কিছুক্ষণ পরে দুজনের দেহ উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুজোর মধ্যেই এই ঘটনা ঘটায় পরিবারে নেমে আসে শোকের ছায়া।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande