বিশ্বকাপ বাছাই পর্ব : অভিষেকে গোল করে উচ্ছ্বসিত জেসুস তাকিয়ে পেরু ম্যাচের দিকে
রিও ডি জেনেইরো, ১২ অক্টোবর (হি.স.): প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েই শুরুর একাদশে জায়গা পেয়ে বাজিমাত করলেন ইগো জেসুস। এই ম্যাচে আলো ছড়িয়ে চিলির বিরুদ্ধে উপহার দিয়েছেন দারুণ গোল। অভিষেকে জালের দেখা পেয়ে আনন্দ তো আছেই, তবে মাটিতে পা রাখছেন তরুণ এই ফর
অভিষেকে গোল করে উচ্ছ্বসিত জেসুস তাকিয়ে পেরু ম্যাচের দিকে


রিও ডি জেনেইরো, ১২ অক্টোবর (হি.স.): প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েই শুরুর একাদশে জায়গা পেয়ে বাজিমাত করলেন ইগো জেসুস। এই ম্যাচে আলো ছড়িয়ে চিলির বিরুদ্ধে উপহার দিয়েছেন দারুণ গোল। অভিষেকে জালের দেখা পেয়ে আনন্দ তো আছেই, তবে মাটিতে পা রাখছেন তরুণ এই ফরোয়ার্ড। তার সব লক্ষ্য এখন পেরু ম্যাচের দিকে।

গতকাল ম্যাচ শেষে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচের কথা বলতে গিয়ে ২৩ বছর বয়সী জেসুস বলেছেন, আমার এখন সব মনোযোগ পেরু ম্যাচের দিকে। এই ম্যাচ জিততেই হবে ,যা দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রসঙ্গত, এই ম্যাচ রয়েছে ১৬ অক্টোবর।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande