ভারতের অন্তরে কারও প্রতি শত্রুতা নেই, দার্জিলিং-এ শস্ত্র পুজোর পর বার্তা রাজনাথের
দার্জিলিং, ১২ অক্টোবর (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার বিজয়া দশমীতে দার্জিলিং-এর সুকনা ক্যান্টনমেন্টে শস্ত্র পুজো করলেন, পাশাপাশি দিনটি সেনা জওয়ানদের সঙ্গে উদযাপন করেছেন। এই উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের অন্তরে ক
দার্জিলিং-এ শস্ত্র পুজোর পর বার্তা রাজনাথের


দার্জিলিং, ১২ অক্টোবর (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার বিজয়া দশমীতে দার্জিলিং-এর সুকনা ক্যান্টনমেন্টে শস্ত্র পুজো করলেন, পাশাপাশি দিনটি সেনা জওয়ানদের সঙ্গে উদযাপন করেছেন। এই উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের অন্তরে কারও প্রতি শত্রুতা নেই, তাই ভারত কোনও দেশকে আক্রমণ করিনি।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আমরা সবাই জানি, আজকের উৎসব মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। ভগবান রাম যখন রাবণ, অশুভের উপর জয়লাভ করেছিলেন - তখন এটি ছিল মানবতার জয়। আমাদের অন্তরে কারও প্রতি কোনও শত্রুতা নেই, তাই আমরা কখনও কোনও দেশকে আক্রমণ করিনি। আমরা তখনই যুদ্ধ করেছি, যখন কোনও দেশ আমাদের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে অসম্মান করেছে। যখন কোনও দেশ ধর্ম, সত্য এবং মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। শস্ত্রের উপাসনা একটি প্রতীক যা প্রয়োজনের সময় পূর্ণ শক্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

রাজনাথ সিং আরও বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, সীমান্তে আমাদের সশস্ত্র বাহিনীর সজাগ উপস্থিতির কারণে কোনও অঘটন ঘটার সম্ভাবনা নেই। কিন্তু, যে পরিস্থিতিতে চলছে, আমরা প্রতিবেশীদের কাছ থেকে কোনও সম্ভাব্য দুষ্টুমিকে অবহেলা করতে পারি না। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরে, আমি সর্বদা এই বিষয়টির উপর জোর দিয়েছি যে বৈশ্বিক পরিস্থিতি যাই হোক না কেন - প্রস্তুতির কোনও অভাব থাকা উচিত নয়। আমাদের সকলকে সব বিকল্পের সঙ্গে সর্বদা সক্রিয়ভাবে প্রস্তুত থাকতে হবে। জাতীয় নিরাপত্তায় দৃঢ় থাকা আমাদের প্রয়োজন।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande