দিনহাটা, ৩০ অক্টোবর (হি. স.) : বুধবার কোচবিহারের দিনহাটা শহরের সোনিদেবী জৈন হাইস্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার খবর মেলেনি। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও আইসি জয়দীপ মোদক এই নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের খবর দেন।
দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, ‘আমরা নিষিদ্ধ শব্দবাজি খুঁজতে নিয়মিত অভিযান চালাচ্ছিলাম। তারপরেও লক্ষ্য করছিলাম প্রতিদিন এমন কিছু বাজি ফাটছে যা সবুজ বাজি নয়। এরপর অভিযান চালাতেই মেলে সাফল্য।’ জানা গিয়েছে, প্রায় ৬ হাজার পিস চকোলেট বোমা, ১১ হাজার পিস লংকা পটকা, ১১০টি ফায়ার শটস, ১৫০০ ফায়ার ক্র্যাকারস ও ১৫টি রকেট উদ্ধার হয়েছে।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুলিশি নজর এড়িয়ে কীভাবে এতগুলি নিষিদ্ধ শব্দবাজি শহরে আসল। তবে বুধবার সন্ধ্যার পর থেকে যেভাবে নিষিদ্ধ শব্দবাজি ফেটে চলেছে, তাতে স্পষ্ট যে শহরে আরও নিষিদ্ধ শব্দবাজি মজুত রয়েছে। যদিও এসডিপিও ধীমান মিত্র জানিয়েছেন এই অভিযান পুলিশ চালিয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি