ডিমা হাসাওয়ের উমরাংসোয় গ্রামবাসীদের ওপর গুলি বর্ষণ উকাপা স্বশাসিত পরিষদের সদস্য মনজিৎ নাইডিংয়ের
ডিমা হাসাওয়ের উমরাংসোয় গ্রামবাসীদের ওপর গুলি বর্ষণ উকাপা স্বশাসিত পরিষদের সদস্য মনজিৎ নাইডিংয়ের
গুলি বর্ষণ_প্ৰতিনিধিত্বমূলক


হাফলং (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলায় গোলাগুলির ঘটনা সংগঠিত হয়েছে। এবার গোলাগুলির সঙ্গে নাম জড়িয়েছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য মনজিৎ নাইডিংয়ের নাম।

সামাজিক মাধ্যমে ভাইরেল হওয়া এক ভিডিও ক্লিপিং অনুযায়ী জানা গিয়েছে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য মনজিৎ নাইডিং বুধবার উমরাংসো থানার অন্তৰ্গত নোবদি লংকুক্ৰো (২৬ কিলো) গ্রামের মানুষের ওপর গুলি চালিয়েছে।

বুধবার দুপুরে পরিষদের সদস্য তার সাঙ্গোপাঙ্গ নিয়ে গ্রামে গিয়ে গ্রামবাসীদের বাড়িঘর ভেঙে জেকে লক্ষ্মী সিমেন্টের জন্য খালি করতে চেয়েছিল। ঘর ভাঙার খবর পেয়ে যখন গ্রামের কতিপয় যুবক বাধা প্রদান করেন তখন মনজিৎ নাইডিং তার দেহরক্ষীর বন্দুক নিয়ে গুলি চালায় বলে অভিযোগ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুলি চালানোর ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande