লৌহপুরুষকে শ্রদ্ধাঞ্জলি এনএফ রেলের, পালিত রাষ্ট্রীয় একতা দিবস
লৌহপুরুষকে শ্রদ্ধাঞ্জলি এনএফ রেলের, পালিত রাষ্ট্রীয় একতা দিবস
লৌহপুরুষকে শ্ৰদ্ধাঞ্জলি এনএফ রেলের জিএম চেতন কুমার শ্রীবাস্তবের


লৌহপুরুষকে শ্ৰদ্ধাঞ্জলি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (কনস্ট্রাকশন)-র


গুয়াহাটি, ৩০ অক্টোবর (হি.স.) : লৌহপুরুষ সরদার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বুধবার সমগ্র উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে রাষ্ট্রীয় একতা দিবস (জাতীয় ঐক্য দিবস) পালন করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এনএফ রেলওয়ের মুখ্য কার্যালয় চত্বরে ড. ভূপেন হাজরিকা সভাগৃহে এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (কনস্ট্রাকশন)-র জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধারী মালিগাঁওস্থিত জিএম (কন) কার্যালয়ে একতা ও সত্যনিষ্ঠার শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের নেতৃত্ব দেন। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পাঁচটি ডিভিশনে উল্লেখযোগ্যভাবে এই দিবসটি পালন করা হয়েছে।

সরদার বল্লভভাই প্যাটেলের প্রতিচ্ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে পুষ্পার্ঘ্য প্রদান করার পর উপস্থিত প্রত্যেককে জেনারেল ম্যানেজার শপথবাক্য পাঠ করান। সরদার বল্লভভাই প্যাটেলের প্রতিচ্ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে পুষ্পার্ঘ্য প্রদানের পর উপস্থিত প্রত্যেককে জেনারেল ম্যানেজার শপথবাক্য পাঠ করিয়েছেন।

মালিগাঁওস্থিত এনএফআরএসএ স্টেডিয়াম থেকে ‘একতার জন্য দৌঁড়’-এর সূচনাও করেন জেনারেল ম্যানেজার। এই ‘রান ফর ইউনিটি’ অনুষ্ঠানে রেলওয়ে কর্মী, আধিকারিক ও তাঁদের পরিবার, ক্রীড়াবিদ, আরপিএফ ও স্কাউটস্ অ্যান্ড গাইডসের স্বেচ্ছাসেবকরা উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেছেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande