রোনাল্ডোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে আল নাসরের বিদায়
রিয়াদ, ৩০ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার রাতে সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায় নিল আল নাসর। আল-তাউনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রোনাল্ডোর দল আল নাসর। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় রোনাল্ডো । ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতী
রোনাল্ডোর পেনাল্টি মিস


রিয়াদ, ৩০ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার রাতে সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায় নিল আল নাসর। আল-তাউনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রোনাল্ডোর দল আল নাসর। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় রোনাল্ডো ।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে আল নাসরের দাপটের মধ্যেই ম্যাচের ৭১মিনিটে আল-তাউনকে এগিয়ে দেন ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলটিই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। আর তাতেই আল নাসরের হারের পাশাপাশি টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়।

এদিকে আল নাসরের বিদায়ের দিন কোয়ার্টার ফাইনালে উঠেছে আল হিলাল, আল তাইকে ৪-১ গোলে হারিয়ে। কিংস কাপ থেকে বিদায় নিলেও এই মরসুমে এখনও দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে রোনাল্ডোর আল নাসরের।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande