কালীঘাটে মহালক্ষীর পুজো। আজকের দিনটিতে অর্থাৎ শ্যামাপুজোতেও। অভাবনীয়! মহাতীর্থ কালীঘাটে মা পূজিত, দক্ষিণা কালী একদিকে লক্ষী আবার অন্যদিকে মহালক্ষী। এককথায়, দেবী কালিকার সমন্বিত রূপ। কালীঘাট তন্ত্র মতে, অতি শক্তিশালী মায়ের এক অন্যতম পীঠস্থান। লোকশ্রুতি, এই পীঠস্থানে কোনও মহাপুরুষ সিদ্ধিলাভ করেন নি। বৃহৎ তন্ত্রসার গ্রন্থমতে মানুষ জন্মের অধিকারী কোনও জীবের পক্ষে কালীঘাটে এক আসনে বসে সিদ্ধিলাভ করা সম্ভব নয়। উল্লেখ্য, কোজাগরী লক্ষ্মীপুজোর ও খামতি নেই। ধুমধামের সঙ্গেই তা হয়। একই রকম গুরুত্ব দিয়ে কালীপুজোর দিনে মহা লক্ষীর পুজোও হয়ে থাকে। লক্ষী ও মহালক্ষী আবার ভিন্ন ও পৃথক। তান্ত্রিক মতানুযায়ী, যথা সরস্বতী ও নীল সরস্বতী। কালীঘাটে দেবীর চতুর্ভুজে বহিঃপ্রকাশ। বিশেষ করে মনে রাখা দরকার, কালীঘাটে কালীপুজোর দিন মা কালীর পুজো হয় না। এর পরিবর্তে মা লক্ষীর পুজো হয় ও ভোগ সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। কাঁসা ও পিতলের রেকাবি নয় থালা'তে মায়ের কাছে গর্ভ গৃহে তা নিবেদন করা হয়। আরও মনে রাখা দরকার, কোনও প্রতিমা ব ঘট স্থাপন করা হয় না কালীঘাটে মা লক্ষ্মীর এই পুজোতে। স্বয়ং বিরাজমান তিনি। পাটকাঠি জ্বালিয়ে মা' কে বরণ করা হয়। চিনির নৈবেদ্য দেওয়া হয়ে থাকে বলে জানান পালাকারী সেবাইতরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত